সীমান্তে অস্বস্তি, সতর্ক বিজিবি-কোস্ট গার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী
কেউ যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড সতর্ক প্রহরায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানেন মিয়ানমারের সঙ্গে আমাদের বর্ডার এলাকা, সেখানে একটা অস্বস্তি কাজ করছে। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্ট গার্ড সতর্ক প্রহরায় রয়েছে। যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে।
মন্ত্রী আরো জানান, চলতি বছরের জানুয়ারির ১৬ তারিখ থেকে ১৬ জুন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৬০০ অভিযান চালিয়ে ৯ হাজার ৮৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১২শ ৬১ কোটি টাকার মালামাল আটক করা হয়েছে।
তিনি বলেন, বর্ডার এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে স্ক্যানিং মেশিন বসানোর সিদ্ধান্ত হয়েছে। চোরাচালান মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তদন্ত প্রক্রিয়া আরো গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এ সময় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা জানান মন্ত্রী।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই