সিসি ক্যামেরার আওতায় রমনা থেকে টিএসসি

পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তার কথা চিন্তা করে রাজধানীর রমনা, সোহরাওয়ার্দী ও টিএসসি এলাকা সিসি ক্যামরার আওতায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার বিকেলে রাজধানীর রমনা পার্ক পযবেক্ষণ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, বাঙালির প্রাণের এ উৎসব প্রেমীদের নিরাপত্তা দিতে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। এছাড়া এ তিনটি স্থানে সিসি ক্যামরা দিয়ে কড়া নজরদারি রাখা হচ্ছে, যেন কোন রকম অঘটন না ঘটে।

তিনি বলেন, বৈশাখ উৎসবের জন্য বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব নিয়েছি আমরা। আমরা চাই উৎসব প্রেমীরা বিকেল ৫টার আগে বিভিন্ন স্থান ত্যাগ করবে এবং ৬টার ভেতরে যেন বাসায় পৌঁছে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখা হবে তবে মাইক দিয়ে দিক নির্দেশনা দেয়া হবে যেন আইন-শৃঙ্খলা বাহিনী নজর রাখতে পারে।

অন্যসূত্রে জানা যায়, নিরাপত্তা জোরদার করার জন্য ডিএমপি থেকে ২০০ সিসি ক্যামরা বসানো হয়েছে।

এর আগে তিনি রমনা পার্কের বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করেন। নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিস, ডাক্তারের ব্যবস্থা এবং তিনটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।



মন্তব্য চালু নেই