স্টেশন মাস্টারসহ ৩জন সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২জন। এ ঘটনায় প্রায় নয় ঘণ্টা ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। নিহতরা হলেন- নাটোরের হরিশপুরের আলতাফ হোসেন (৩৫) এবং লালমনিরহাটের মজিবুর রহমান (৪০)। রবিববার ভোররাত ৩টার দিকে উল্লাপাড়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্টেশন মাস্টারসহ ৩জন সাময়িক বরখাস্ত হয়েছেন। দূর্ঘটনার পর র‌্যাব, পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার তৎপরতা চালান। উল্লাপাড়া থানার এসআই আব্দুল জলিল জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস একই লাইনে ঢুকে গেলে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এসময় যাত্রীরা লাফিয়ে নেমে গেলেও চারজন যাত্রী বগির নিচে আটকা পড়েন। তাদের মধ্যে আলতাফ ও মজিবুর ঘটনাস্থলেই নিহত হন। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আরো বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনায় একতা এক্সপ্রেসের তিনটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। উদ্ধার তৎপরতা শুরু করার পর তারা দুজনের মৃতদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়।সিগন্যালম্যান ও স্টেশন মাস্টারসহ কর্তব্যরতদের দায়িত্বে অবহেলার জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে সকাল ৭টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে বলে উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানিয়েছেন।

দূর্ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ওই স্টেশন মাস্টারসহ ৩ ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- উল্লাপড়া স্টেশনের মাস্টার খান মনিরুজ্জামান, একতা এক্সপ্রেসের চালক বঙ্কিম চন্দ্র রায় এবং তার সহকারী আব্দুস শাফী। রোববার বেলা সাড়ে ১০টায় রেল সচিব আবুল কালাম আজাদ এবং রেলের মহাপরিচালক তোফাজ্জেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। সচিব জানান, দায়িত্বে অবহেলার জন্য ওই তিন জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে চারটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেল বিভাগের অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন। ওই কমিটিকে আগামী চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া পশ্চিম রেলের মহাব্যবস্থাপকের (রাজশা্হী) নির্দেশে ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে। রেলের সুপারিনটেনডেন্ট মিয়া জাহানকে প্রধান করে চার সদস্যের  কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে এবং পশ্চিম রেলের ডিভিশনাল ট্রাফিক অথরিটি শফিকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি  কমিটি করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই