সায়েদাবাদ থেকে বাস চলাচল শুরু

রাজধানীর সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে। এর আগে সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল।

সোমবার পরিবহন অফিস দখলকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ধর্মঘটের ডাক দেওয়া হয়। বিকেলে ধর্মঘট স্থগিত করার পর বাস চলাচল শুরু হয়।

বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল ওদুদ বাস চলাচল শুরু বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যালয়ের দখল না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট সাময়িক স্থগিত করেছেন তারা। অফিস তাদের বুঝিয়ে দেওয়া এবং ইউনিয়ন হাইজ্যাকের যে চক্রান্ত চলছে, তা বন্ধ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

সকাল থেকে বাস বন্ধ থাকায় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট অঞ্চলগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন।

গত সোমবার দুপুরে সংঘর্ষের পর রাতে দুই দফা বৈঠক হলেও সমঝোতা না হওয়ায় সায়েদাবাদ থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।



মন্তব্য চালু নেই