সালাহ উদ্দিন সন্ধান গুজবে জড়িত দু’জন আটক

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার গুজবের ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আটক করা হয়।

আটককৃতদের নাম মোখলেসুর রহমান উজ্জ্বল (২৮) ও আলিম সিকদার (৩০) ওরফে মনির।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়া গেছে জানিয়ে উজ্জ্বল ও আলিম গাইবান্ধা পুলিশকে ফোন দেয় গত বৃহস্পতিবার। তাদের ফোনের সূত্র ধরে গাইবান্ধা পুলিশ ফুলছড়ি উপজেলার খাটিয়ামারীসহ বেশ কয়েকটি চরে গভীর রাত অবধি তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়। পরে জেলা পুলিশ পুরো বিষয়টা গুজব বলে বুঝতে পেরে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে উজ্জ্বল ও আলিমের ফোন ট্র্যাকিং করে জানতে পারে ওই ফোন করা হয়েছিল চট্টগ্রাম থেকে।

পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে দুই দিন ধরে ট্র্যাকিং করে এবং অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ভাটিয়ারি থেকে আলিমকে এবং চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মিস্ত্রী পাড়া থেকে উজ্জ্বলকে আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানিয়েছেন, আটককৃতদের চট্টগ্রাম মহানগর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ চলছে।



মন্তব্য চালু নেই