সালাহ উদ্দিনকে আদালতে হাজিরের নির্দেশ

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আগামী রোববারের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সাংসদ হাসিনা আহমেদের দায়ের করা এক রিটের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়েছে। হাসিনা ওই রিটে ২৪ ঘণ্টার মধ্যে সালাহ উদ্দিনকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়েছিলেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে পরিবার ও দলের পক্ষ থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল আটক করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে তারা জানান। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।

এরআগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আটক হওয়ার সময়ও একই রকম ঘটনা দেখা গিয়েছিল। তখনও মান্নার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তবে পুলিশ তা অস্বীকার করে।



মন্তব্য চালু নেই