সালাহউদ্দিন সন্ধান: রুলের পরবর্তী শুনানি ৮ এপ্রিল

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের ব্যাপারে রুলের পরবর্তী শুনানি আগামী ৮ এপ্রিল দিন ঠিক করেছে আদালত।

গতকাল তাকে কেন খুঁজে বের করা হবে না এ বিষয়ে হাইকোর্ট রুল জারি করে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সালাহ উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি উল্লেখ করে ৫টি প্রতিবেদন জমা দেয় পুলিশ।

পরে দুপুরে অ্যাটর্নি জেনারেল এসব প্রতিবেদন আদালতে জমা দেন।

এর আগে গত মঙ্গলবার উত্তরার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার।

পরে সালহ উদ্দিনকে কেন খুঁজে বের করা হবে না এবং ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায় তাকে কেন আদালতে হাজিরের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট।



মন্তব্য চালু নেই