সারিয়াকান্দির বাঙ্গালী নদীতে ডুবে এক ছাত্রের মৃত্যু ৫ ঘন্টা পর লাশ উদ্ধার
সারিয়াকান্দি পৌর এলাকায় নানার বাড়ীতে বেড়াতে এসে নদীতে গোছল করার সময় পলাশ নামে এক ছাত্রের মৃত্যু ৫ ঘন্টা পর লাশ উদ্ধার।
স্থানীয় সূত্রে জানাগেছে, পলাশ(১৫) সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে নানা আকালু সাহার বাড়ীতে বেড়াতে এসে মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী বাঙ্গালী নদীতে গোছল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরিরা এসে ৫ ঘন্টা ব্যাপী নদীতে অভিযান চালিয়ে পলাশের মৃত দেহ উদ্ধার করে।
পলাশ ভারতের জলপাইগুরি জেলার শিলিগুরি হাতিয়া ভাঙ্গা গ্রামের প্রদীপ কুমার সাহার পুত্র। সে শিলিগুরি হাতিয়া ভাঙ্গা মেমোরিয়াল স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
মন্তব্য চালু নেই