সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
গুড়ার সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা ৩হাজার ৮০জন কৃষক-কৃষানীর মাঝে গম, বোরোধান, ভুট্টা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে বগুড়ার-১ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিপ্তর বগুড়ার অতিক্তি পরিচালক এএইচ বজলুর রশিদ রাজা, কৃষি সম্প্রসারণ বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ চন্ডীদাস কুন্ডু, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল মাহমুদ, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার সোহেল মোঃ সামসুউদ্দীন ফিরোজ প্রমুখ।
এর আগে সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপজেলার ১১৪টি প্রতিষ্ঠানের মাঝে ২শ মেঃটন টিআর (বিশেষ) প্রকল্পের ডিও বিতরণ করেন।
মন্তব্য চালু নেই