কলারোয়ায় হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষাবৃত্তিসহ অন্যান্য সহায়তা প্রদান

কলারোয়ায় হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহেনিচ্ছুক গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, ভ্যান, সেলাই মেশিনসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আলহাজ্ব প্রফেসর ডা: জাফর উল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম বাবু, সোসাইটির সুরা সদস্য আলহাজ্ব মাওলানা আব্দুল বারী, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. কামাল রেজা, প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সোসাইটির আলহাজ্ব কাজী শামছুর রহমান, জাহিদুর রহমান খান চৌধুরী, আশরাফুজ্জামান মিঠু, আশফাকুর রহমান সোহেল, আলহাজ্ব আতিকুর রহমান, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, হবিবর রহমান, জারজিস হাসান মন্তু, মনিরুল ইসলাম মনি, শেখ রাশেদুজ্জামান, আব্দুর রশিদ, সাংবাদিক আরিফ চৌধুরী, ফিরোজসহ বিভিন্ন স্কুল-মাদরাসা প্রধানগণ, সহকারী শিক্ষক মন্ডলীসহ সুধিজন। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি শুরু থেকে প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করে আসছে। এ বছর এসএসসি ও দাখিলের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা হিসেবে মাদরাসার বই বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা, ৯১ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর নগদ ১ লাখ ৩৬ হাজার ৫শ টাকা, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত গরীব মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষা বাবদ নগদ ৫৪ হাজার টাকা, দু:স্থ অসহায় মহিলাদের ৮৪ হাজার টাকার ১৬টি সেলাই মেশিন, দু:স্থ অসহায় ৩ জনকে ৩৬ হাজার টাকার ৩টি ভ্যান, কলারোয়ার হিফজুল কোরআন মাদরাসায় ৫০ হাজার টাকা, দু:স্থ ব্যক্তিদের আর্থিক সাহায্য বাবদ ৩৭ হাজার টাকা দেয়া হয়েছে বলে সোসাইটির পক্ষ থেকে লিখিত ভাবে জানানো হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা তহিদুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সোসাইটির যুগ্ম সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান ও মীর রফিকুল ইসলাম।

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার সকাল ১১টায় নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধশতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিক্ষক মন্ডলী এবং অভিভাবকবৃন্দ আসন্ন বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে ভাল ফলাফল করতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সেই সাথে শিক্ষার্থীদের পড়া-শুনায় আরও মনোযোগি হওয়ার পরামর্শ দেন বক্তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, মাওলানা আব্দুদ দাইয়ান, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, অভিভাবক রোকনুজ্জামান খান, শেখ রফিকুল ইসলাম, শওকত হোসেন,School News Pic-15 মহিদুল্লাহ, লাইলী খাতুন, দিঠি, জাহানারা, শেফালী, খলিলুর রহমান, বিদ্যালয়ের সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
ফটো ক্যাপশন: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।



মন্তব্য চালু নেই