‘সাম্প্রতিক হত্যাকাণ্ডে ভিন্ন ভিন্ন জঙ্গি সংশ্লিষ্টতা’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তাতে ভিন্ন ভিন্ন জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

কলাবাগানের জোড়া খুনের ঘটনাতেও একই ধরনের আলামত পাওয়া গেছে। সিসি টিভির ফুটেজ ও হত্যাকারীদের ফেলে দেওয়া ব্যাগের আলামত তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগির হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। এর রহস্য উদঘাটন করা হবে।

বুধবার সকালে ডিএমপির হেডকোয়ার্টার্সের কনফারেন্স কক্ষে গাড়ি প্রদান অনুষ্ঠানে কমিশনার এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। দু-একটি ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় না। এসব টার্গেট কিলিং। এসব টার্গেট কিলিং প্রতিরোধে জনগণকে এগিয়ে আসতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, সব হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে। আসামি ধরা পড়েছে। অনেককে বিচারের মুখোমুখিও করা হয়েছে।



মন্তব্য চালু নেই