সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন পালন
সাভারে নানা আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৬৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাভার উপজেলা আওয়ামী লীগ নানা উদ্দ্যোগে দিনটি পালন করেন।
জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতার আয়োজন করে।
আলোচনা সভা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর ৬৫ তম জন্মদিনের শুভ সূচনা করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মন্তব্য চালু নেই