সাভারে একটি কারখানায় মেশিন পরিষ্কার করতে গিয়ে ১ শ্রমিক নিহত, আহত ২

টিপু সুলতান (রবিন), স্টাফ করেসপন্ডেন্ট : সাভারে একটি মবিল কারখানায় মেশিন পরিস্কার করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই জন শ্রমিক।

আজ সোমবার সকল আটটার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঝিষিপাড়া এলাকায় মিন অয়েলস লিমিটেড কারখানায় এঘটনা ঘটে।

মিন অয়েলস লিমিটেড কারখানায় সহকারী প্ল্যান্ট অফিসার শহিদুল ইসলাম জানান সকালে কারখানার ভিতরে ভ্যাসেল মেশিন পরিস্কার করতে মেশিনের সিড়িতে নামেন শ্রমিক ঝন্টু (৩৫)।

এসময় সে পা পিছলে মেশিনের নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করতে মেশিনের নিচে নামেন কারখানার সহকারী সুপার ভাইজার জাকির হোসেন ও সুপার ভাইজার গোলাপ মিয়া।পরে তারা মেশিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়লে কারখানার অন্য কর্মকর্তারা তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সহকারী সুপার ভাইজার জাকির হোসেন মারা যায়। এসময় অসুস্থ অন্য দুইজনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে ) ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এঘটনায় ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি কারখানার শ্রমিকরা জানতে পেরে কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সড়িয়ে দেয়। এঘটনার পর থেকে ওই কারখানার কতৃপক্ষ পলাতক রয়েছেন।

এদিকে শ্রমিকদের দাবি কারখানা কতৃপক্ষ শ্রমিকদের ঝুকিপূর্ণ ভাবে কাজ করায় এই দুর্ঘটনা ঘটেছে।

এবিষয়ে সাভার শিল্প পুলিশের পরিদর্শক হারুনুর রশিদ জানান তদন্ত করে ওই কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

কারখানাটিতে প্রায় ৭০ জন শ্রমিক কাজ করে বলে জানিয়েছে কতৃপক্ষ।

নিহত শ্রমিকের নাম জাকির হোসেন (৩২)। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানিয়েছে পুলিশ।

যেকান অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



মন্তব্য চালু নেই