সাভারে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮ জন আটক

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারে একটি রিসোর্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিসোর্ট মালিকসহ ১৮জন জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে্। প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে রিসোর্ট মালিকের নাম আক্তার হোসেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিনগত ভোর রাতে সাভারের মধুমতি মডেল টাউন এলাকার “ মধুমতি রাজমহল রিসোর্ট” থেকে তাদের আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মধুমতি মডেল টাউন এলাকায় “ মধুমতি রাজমহল রিসোর্টে” ডিজে পার্টির নাম করে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় কার্যকলাপের সত্যতা পাওয়ার পর কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে রিসোর্ট মালিক আক্তার হোসনসহ ১৮জনকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এছাড়া যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরন করা হবেও বলেও জানান তিনি। এদিকে, ওই রিসোর্টের কেয়ারটেকার নিজাম উদ্দিন জানান, গতকাল (বৃহস্পতিবার) ঢাকার মুগদা এলাকার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি রিসোর্টটি ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করে।



মন্তব্য চালু নেই