সাপাহারে ২১ বীর মুক্তিসেনার স্মরনে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা

নওগাঁর সাপাহারে ২১ বীর মুক্তিসেনার স্বরনে নওগাঁ একুশে পরিষদের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় সাপাহার জিরো পয়েন্টে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এর পরে শহীদদের স্বরণে ১ মিনিটের নিরবতা পালন করা হয়। বেলা সাড়ে ১১ টায় সাপাহার প্রেসক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব তছলিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য আবুল হোসেন (রঙ্গীন), আজীবন সদস্য মনোয়ারুল ইসলাম, সাংবাদিক নয়ন বাবু, প্রদীপ সাহা, নওগাঁ একুশে পরিষদের সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক আরমান হোসেন, একুশের বুলেটিন পত্রিকার সহ: সম্পাদক নূরনবী রাসেল, কার্যকরী সদস্য রাজীব সারোয়ার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ সেপ্টেম্বর সাপাহারকে মুক্ত করতে ২১বীর মুক্তি সেনা প্রান বিসর্জন দিয়েছিল। এ বিষয়ে সাপাহার মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে কোন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া না হলেও সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ লিখে থাকে।



মন্তব্য চালু নেই