সাপাহারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রেস কনফারেন্সের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করে যাত্রা শুরু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বে-সরকারী সংগঠন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও), বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং এ্যাকশন এইড বাংালাদেশ এর যৌথ আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনে সাপাহার পেস ক্লাবে এক প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ উন্নয়ন সংস্থা বিএসডিও’র নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রগ্রাম অফিসার তুহিন সুলতানা, একশন এইডের ডেপুটি ম্যানেজার সাদ আহম্মেদ শামীম, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রেস ক্লাবের আ’জীবন সদস্য মনোয়ারুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিদুল ইসলাম মধু প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে প্রধান অতিথি প্রেস কনফারেন্সের মাধ্যমে উপজেলার নারী নেত্রী, নওগাঁ জেলা পরিষদের সদস্য ফাইমা খাতুন কে উপজেলা নারী নির্যতন প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক তছলিম উদ্দীন কে সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট একটি পুনাঙ্গ কমিটি ঘোষনা করেন। এছাড়া একই সাথে কমিটি পর্যবেক্ষনের জন্য উপজেলার বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব নুরুল হক মাষ্টারকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
মন্তব্য চালু নেই