সান্তাহারে কপোত-কপোতিসহ ৩ জনের কারাদন্ড

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : বগুড়ার সান্তাহারে ভ্রাম্যমান আদালতে অনৈতিক কার্যকলাপের দায়ে দু’জন ও মাদক সেবনের দায়ে একজনকে কারাদন্ড দিয়েছে। গত মঙ্গলবার ভ্রাম্যমাল আদালতের বিচারক আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এই রায় দেন।

জানা যায়, পুলিশ সান্তাহার পৌর শহরের হঠাৎপাড়ায় মহল্লায় একটি বাসায় অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় নাটোর জেলা সদরের চৌগাছি এলাকার নিমাই বিশ্বাসের মেয়ে ফুলমতি বিশ্বাস (২৮) ও খদ্দের একই জেলার বিলটংগা এলাকার মৃত মেছেরের ছেলে নুরুল হোদা (৪৭)কে আটক করে।

অপর দিকে মাদক সেবনের দায়ে সান্তাহার ঢাকাপট্ট্রি এলাকার মৃত আবু বক্করের ছেলে বুলবুল সরদার (৩০) কে পুলিশ আটক করে। আটককৃতদের মঙ্গবার সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ফুলমতি বিশ্বাসকে ৫দিন, নুরুল হুদাকে ১৫দিন ও মাদকসেবি বুলবুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।#



মন্তব্য চালু নেই