সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম নিয়মিত অধিবেশনে সাধারণ বিতর্ক শুরু হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের সভাপতি ডেনিশ পার্লামেন্টের সাবেক স্পিকার মোজেন্স লিকেটফট অধিবেশনে সভাপতিত্ব করেন।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন উদ্বোধনী অধিবেশনে সংস্থার কর্মকাণ্ড সম্পর্কিত একটি রিপোর্ট উপস্থাপন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।

অধিবেশনের ৯ কর্মদিবস জুড়ে নিরবচ্ছিন্নভাবে এ সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাঁদ অন্যান্যের মধ্যে উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
নিয়ম অনুযায়ী, প্রতিবছর জাতিসংঘ মহাসচিব সাধারণ পরিষদ হলে প্রথম আসন গ্রহণ করার জন্য সদস্যরাষ্ট্রগুলোর মধ্য থেকে একটিকে বেছে নেন।

চলতি বছর ৭০তম অধিবেশনের পুরো সময় টুভালুর প্রতিনিধি সভাপতির ডান পাশে প্রথম ডেস্কে আসন নেবেন। অন্য দেশগুলো ইংরেজি বর্ণ অনুযায়ী ধারাবাহিকতা অনুসরণ করবে। খবর বাসসের।



মন্তব্য চালু নেই