সাথিয়ায় ভ্রাম্যমান আদালতের ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায়

বৃহস্পতিবার জেলার সাথিয়া উপজেলায়, ভ্রাম্যমান আদালত ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলার সিএন্ডবি বাজারে সার ব্যবসায়ী নুরুল ইসলাম কে ১০ হাজার টাকা। হজার টাকা। কশিনাথপুর বাজারে সার ব্যবসায়ী উকিল মাহমুদ কে ২০ হাজার টাকা। কশিনাথপুর বাজারে সার ব্যবসায়ী হাসমত আলী কে ২০ হাজার টাকা। কশিনাথপুর বাজারে সার ব্যবসায়ী আলম হোসেন কে ৩০ হাজার টাকা। কশিনাথপুর বাজারে সার ব্যবসায়ী নওসাদ আলী কে ২০ হাজার টাকা এবং কীটনাশক আইনে রমজান আলী কে ৭ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের পক্ষে সাথিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।



মন্তব্য চালু নেই