সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চালু

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সাত ঘন্টা বন্ধ থাকার পর আবার চালু করা হয়েছে। শনিবার সকাল ১০দিকে কুয়াশা কমে গেলে মাঝ নদীতে নোঙর করে থাকা যাত্রী ও যানবাহনবোঝাই একটি ফেরি গন্তব্যে পৌঁছে।

এরপর থেকে অন্য ফেরিগুলো চালু করে অগ্রাধিকারভিত্তিতে উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়া তিন শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপার করা হচ্ছে।

এর আগে শুক্রবার রাত তিনটার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হলে শ’ শ’যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন জানান, শুক্রবার মধ্যরাত থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত তিনটার দিকে এ নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে।



মন্তব্য চালু নেই