আওয়ামীলীগ সরকার দেশকে জঙ্গীমুক্ত করছে- এমপি রবি

আওয়ামীলীগ সরকার দেশকে জঙ্গীমুক্ত করছে- এমপি রবি

সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্যের সাথে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ, সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামালীগের সভাপতি নাজমুল হক বকুল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, “আওয়ামীলীগ সরকার এই দেশকে জঙ্গীমুক্ত করছে। দেশের অর্থনীনৈতিক উন্নয়ন ঘটিয়েছে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত দেশ হিসাবে তুলনা দেয়ার মতো করে উপস্থাপন করেছে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে জনগনের সামনে তুলে ধরে সন্ত্রাস, জঙ্গীবাদ, দূর্নীতি, মাদক থেকে জনগনকে দূরে রাখার ক্ষেত্রে ওলামালীগদের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। একটি সৎ, নির্লোভ, দেশপ্রেমিক জাতি গঠনে ওলামালীগের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে পারবো।” মতবিনিময় সভায় বিশেষ হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ, সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি শাখাওতুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, ৯নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন ওলামালীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার মাষ্টার, ৫নং শিপপুর ইউনিয়ন ওলামালীগের সভাপতি আজিজ, ৮নং ধুলিহর ইউনিয়ন ওলামালীগের সভাপতি মোঃ ফারুক হোসেন সহ জেলা ওলামালীগের নেতৃবৃন্দ।

আগামী ৪ ডিসেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল। সাতক্ষীরা প্রেসক্লাবের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক কাজী জামাল উদ্দীন মামুন। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের যে সকল সাংবাদিক মৃত্যু বরণ করেছে তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে আগামী ৪ ডিসেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। প্রেসক্লাব এসময় উপস্থিত ছিলেন বাসসের এ্যাড. অরুন ব্যানার্জী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, ইত্তেফাকের মনিরুল ইসলাম মিনি, চ্যালেন আই’র ও দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, ইনকিলাবের আব্দুল ওয়াজেদ কচি, ভোরের কাগজের ড. দিলিপ কুমার দেব, সময় টিভি’র মমতাজ আহমেদ বাপ্পী, দিনকালের আব্দুল বারী, জনকষ্ঠের মিজানুর রহমান, সমকাল ও এটিএন বাংলা’র এম কামরুজ্জামান, বিটিভি’র মোজাফ্ফার রহমান, জনতার কালিদাস কর্মকার, লোক সমাজের শেখ মাসুদ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের ইয়ারব হোসেন, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, নবরাজ ও বাংলার খবরের সেলিম রেজা মুকুল, মোহনা টিভি’র আব্দুল জলিল, ৭১ টিভি’র বরুণ ব্যানাজী, বাংলা ভিশনের আছাদুজ্জামান, দক্ষিণ অঞ্চল প্রতিদিনের আব্দুল গফুর সরদার, গাজী টিভি’র অসীম বরণ চক্রবর্তী, সংবাদের আবুল কাসেম, বৈশাখী টিভি’র শামীম পারভেজ, এস.এ টিভি’র ফারুক মাহবুবুর রহমান, আজকালের খবরের এম জিললুর রহমান, কালের কষ্ঠের মোশাররফ হোসেন, স্বাধীন মতের এম শাহীন গোলদার, আমাদের অর্থনীতি’র শেখ ফরিদ আহমেদ ময়না, নিউ নেশনের এবিএম মোস্তাফিজুর রহমান, সময়ের খবরের রুহুল কুদ্দুস, জন্মভূমির শহীদুল ইসলাম, খবর পত্রের রবিউল ইসলাম, কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন, পত্রদূতের বদিউজ্জামান ও গণজাগরণের শেখ বেলাল হোসেন।



মন্তব্য চালু নেই