সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট অধিবেশন

আব্দুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ বাজেট অধিবেশন অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আবদুল সাদী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম।

বাজেট অধিবেশনে সদর উপজেলার ২০১৬-১৭ অর্থ বছরে রাজস্ব খাতে মোট প্রাপ্তি দেখানো হয়েছে ২ কোটি ৫১লক্ষ ৫৭ হাজার টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৫৮ হাজার টাকা। উদ্বৃত্ত টাকার পরিমাণ ১ কোটি ১১লক্ষ ৯৯ হাজার টাকা।

উন্নয়ন খাতে মোট প্রাপ্তি দেখানো হয়েছে ২ কোটি ৭২লক্ষ ৪৯ হাজার টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৬৫ লক্ষ টাকা। উদ্বৃত্ত টাকার পরিমাণ ৭ লক্ষ ৪৯ হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা ইঞ্জিনিয়ার এস.এম জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার মোঃ আমজাদ হোসেন, মৎস্য অফিসার আব্দুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, ফজলুর রহমান, আসাদুজ্জামান অছলে, ঈসরাইল গাজীসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।



মন্তব্য চালু নেই