সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান
সাতক্ষীরায় সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সম্পন্ন
আব্দুর রহমান, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস.এম শহীদুল ইসলাম। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।
ফলাফলে সভাপতি পদে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরটিভি’র ক্যামেরাপার্সন জাকির হোসেন মিঠু। তার নিকটতম প্রার্থী বিটিভি’র ক্যামেরাপার্সন মীর মোস্তফা আলী পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কাফেলা’র স্টাফ রিপোর্টার মোঃ আব্দুর রহমান। তার নিকটতম প্রার্থী দৈনিক আজকের সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন পেয়েছেন ৬ ভোট।
নির্বাচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, দৈনিক কালের চিত্র পত্রিকা’র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, এনটিভি ও যুগান্তেরে’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কাশেম, ভোরের কাগজে’র জেলা প্রতিনিধি ড. দিলিপ কুমার দেব, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা’র সার্কূলেশন ম্যানেজার আমির হোসেন খান চৌধুরী, বিজয় টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, দক্ষিণের মাশাল পত্রিকা’র মিজানুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মেহেদী আলী সুজয়, আব্দুর রহিম, খন্দকার আনিসুর রহমান, মাহফিজুল ইসলাম আককাজ, আমিনুর রহমান আজিজ, হাবিবুর রহমান পলাশ, সৈয়দ সাদিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শেখ কামরুল ইসলাম, ফিরোজ হোসেন, আসাদুজ্জামান মধু, রাহাত রাজা, আয়েজ বিল্লাহ শিমুল, সেলিম হোসেন প্রমুখ। নির্বাচন শেষে অতিথিবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার আহবান জানান। পরে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃৃবন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
মন্তব্য চালু নেই