সাতক্ষীরায় মহিলাদের লার্নিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন

সাতক্ষীরায় মহিলাদের বেসিক আইটি ও আইসিটি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বাংলানেট টেকনোলোজিস লিমিটেডের ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলা’র বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ প্রঙ্গণে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এ কর্মশালা’র উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, বাংলানেট টেকনোলোজিস লিমিটেড এর চেয়ারম্যান জুবায়ের আল মাহমুদ হোসেন, রিজন ডাইরেক্টও মোঃ হাছিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ৫নং কেড়াগাছী ইউনিয়নের মেম্বার মুজিবুর রহমান, আলী হোসেন, মাসুদ, ফাতেমা বেলাল, মাহফুজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কেড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূট্রো লাল গাইন।



মন্তব্য চালু নেই