সাতক্ষীরায় বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আব্দুর রহমান,সাতক্ষীরা : ‘ঘুচবে বেকারত্ব। একটি প্রশিক্ষণ, একটি কর্ম।’ শীর্ষক ইনোভেশন ইন পাবলিক সার্ভিস প্রকল্পের আওতায় ১১ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সদর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার সকালে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আবদুল সাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তিতে যে দেশ এগিয়ে তারা তত উন্নত। বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ি প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তিতে সারা দেশ ব্যাপি কাজ করছে। এরই ধারাবাহিকতায় সরকারি কর্মকর্তারা এ সাফল্যকে বাস্তবায়ন করার জন্য বেসিক আইসিটি ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দেশের মানুষকে জনশক্তিতে পরিণত করতে কাজ করছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম অফিসার মৃদুল কান্তি দাস, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, প্রোগ্রামার মিজানুর রহমান, আহসানুর রহমান রাজিব, মোঃ আব্দুর রহমান। প্রথম ব্যাচের এ বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্সে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।



মন্তব্য চালু নেই