একীভূত শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে

আব্দুর রহমান, সাতক্ষীরা : ‘একীভূত শিক্ষাই প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ ও আমাদের করুণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজএ্যাবল্ড রিহাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশনের (ডিআরআরএ) বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় রাইটস টু এমপাওয়ারমেন্ট ফর দ্যা ডিজএ্যাবল (রেড) প্রকল্পের এ কর্মশালায় ডিআরআরএ’র আনজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।

এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়! তারাও আমাদের সন্তান। তাদেরকে সমানভাবে বাঁচার অধিকার দিতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ অব্যাহত রেখেছে। প্রতিবন্ধীদের জন্য আলাদা বরাদ্দও রাখা হয়েছে। একীভূত শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আমরা লক্ষ্য করেছি প্রতিবন্ধীরাও এখন আইসিটিতে দক্ষ হয়ে গড়ে উঠছে।

সুতরাং প্রতিবন্ধীরা যাতে অবহেলিত না হয় সেজন্য সমাজের সকলকে তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক দেবাষিশ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, জেলা তথ্য অফিসার সিরাজুল ইসলাম মল্লিক প্রমুখ।

এছাড়া আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী আমিনুর রহমান প্রমুখ।

কর্মশালায় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিঃ অফিসার মিজানুর রহমান, প্রবেশন অফিসার কে.এম ওবায়দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক আব্দুল ওয়াজেদ কচি, সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, সুশীলনের প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান, ডিআরআরএ’র প্রকল্প সুপারভাইজার জিএম নুরুন্নবী হাসান, সুজিদ কুমার, ডলি খাতুন, মোস্তাফিজুর, মতিউর রহমানম অস্টমী মালু, অপারাজিতাসহ সরকারি কর্মকর্তা এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যাক্তিরা।



মন্তব্য চালু নেই