সাতক্ষীরায় বৃক্ষমেলা শুরু সোমবার

সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সোমবার থেকে শুরু হচ্ছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৫। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হবে।

বৃক্ষমেলার যৌথ আয়োজনে রয়েছে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা। ১৭টি নার্সারিসহ জেলার কয়েকটি দপ্তর এ মেলায় অংশ নিচ্ছে। স্টল সংখ্যা মোট ৩১টি। মেলায় থাকছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের সমাহার। মাশরুম এবং অর্কিড, ক্যাকটাস ও বনসাই প্রদর্শনীর জন্য থাকছে আলাদা আলাদা স্টল।

নার্সারির স্টল থেকে টবের চারা ও কলম বিক্রয় করা হবে। বন বিভাগের স্টল থেকে প্রতিটি চারা বিক্রয় করা হবে পাঁচ টাকায়। র‌্যালিতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে ৬০০টি গাছের চারা বিতরণ করা হবে। ৩০ আগস্ট পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। এছাড়া বৃক্ষের ওপর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।



মন্তব্য চালু নেই