সাতক্ষীরায় ‘বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবস’ পালিত

‘আমার রেড ক্রস-আমার রেড ক্রিসেন্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবস। আর্ত মানবতার সেবায় ১৫১ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সকাল সাড়ে ৯টায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলতায়তনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট এর পতাকা উত্তোল করে। আলোচনা সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট সাধারন সম্পাদক শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের পরিচালক ফিরোজ কামাল শুভ্র, মীর মোশাররফ হোসেন মন্টু, শরিফুল ইসলাম, ইউনিট লেভেল অফিসার শামীম পারভেজ, এপিও আব্দুল ওয়ারেশ, যুব প্রধান (১) আরিফুর রহমান জেমস্, যুব প্রধান (২) মোসলেমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন, সরকারি শিক্ষক ইয়াহিয়া ইকবাল, পিএন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ভদ্র কান্ত সরকার, ইঞ্জিনিয়ার কবির উদ্দীন। আলোচনা সভা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের পরিচালক জ্যোন্সা আরা।



মন্তব্য চালু নেই