ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে হেলিক্যাম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা সম্প্রতি সফলভাবে ড্যাফোডিল স্পাই কোয়াড কপ্টার/হেলিক্যামের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসিব মাহামুদের নেতৃত্ব ও নাহিদ ফেরদৌসের সহযোগিতায় একদল তরুণের নিরলস প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও উদ্ধার কাজে ব্যবহারের উদ্দেশ্যে এ ড্যাফোডিল স্পাই কোয়াড কপ্টার/হেলিক্যাম তৈরি করে। প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআইইউয়ের আন্তজার্তিক বিষয়ক কর্মকর্তা সৈয়দ রায়হান-উল-ইসলাম। রাজধানীর কলাবাগান মাঠে গত ৫ মে এর পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক, পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. ফয়জুর রহমান ও মিডিয়া ল্যাব ইনস্ট্রাক্টর মো. আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই