সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

‘ইশারা ভাষা শিখব, ভাব বিনিময় করব’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১টায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে জেলা সমাজসেবা অধিদপ্তর ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে’র যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা সমাজসেবা অফিসার (রেজি:) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশসানের সহকারী কমিশনার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এতিম ছেলে মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,আশাশুনি, সাতক্ষীরা’র জেনারেল ম্যানেজার মোঃ হারুন-অর-রশীদ, সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা আমাদেরই সন্তান। প্রতিতিবন্ধীদের অধিকার নিশ্চিত করণে আমাদের ভূমিকা রাখতে হবে এবং প্রতিবন্ধী মানুষকে ও তার পরিবারকেও নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

প্রতিবন্ধিতা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, তাকে শুধু এই মানসিক শক্তিটুকু দেওয়া প্রয়োজন। আমাদের বিশ্বাস, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের বাংলাদেশ।’

আলোচনা সভায় এছাড়া আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমা আক্তার, জুনিয়র শিক্ষক রুমা রানী বর্কন্দাজ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সুধিজন উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই