শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১২৭তম জন্মমহোৎসব
সাতক্ষীরায় বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
সাতক্ষীরায় বর্নাঢ্য আয়োজনে যুগপুরুষোত্তমম্ পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১২৭তম জন্মমহোৎসব তৎসহ বার্ষিক বনভোজন উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার দিনব্যাপী জেলা সৎসঙ্গ কেন্দ্রে’র আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা’র উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় গৌরপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা সৎসঙ্গ কমিটির অসীম কুমার সরকার, শুভ কুমার রায়, যুগ্ম সম্পাদক অজয় কুমার সাহা, শান্তি রঞ্জন সরকার প্রমুখ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রথখোলা সৎ সঙ্গ উৎসব স্থানে গিয়ে শেষ হয়। পরে সকাল ১১টা ১মিনিটে ‘আদর্শ জাতি গঠনে মাতৃজাতির ভূমিকা’ শীর্ষক মাতৃ সম্মেলন, ১২টা ১ মিনিটে ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যুগ পুরুষোত্তমম্ পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য ভাগবৎ জীবন ও বাণী’ শীর্ষক সাধারণ সভা, দুপুর ২টা ১ মিনিটে আনন্দ বাজার উদ্বোধন, দুপুর ২টা ৩১ মিনিটে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক বিচিত্রানুষ্ঠান, বিকাল ৩টা ৩ মিনিটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, বিকাল ৫টা ১মিনিটে কীর্তন ও সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে সমবেত বিনতী প্রাথনা’র মাধ্যমের অনুষ্ঠানের সমাপ্তী হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সৎসঙ্গ কেন্দ্রের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ।
মন্তব্য চালু নেই