সাতক্ষীরায় বর্নাঢ্য আয়োজনে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

সাতক্ষীরায় র‌্যালী, কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বর্নাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৪’ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার শুরুতে কেক কেটে দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহসীন আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মানব কল্যান সংস্থার আমিনুর রশীদ, আইডিয়ালের ডাঃ মোঃ নজরুল ইসলাম, নকশি কাঁথার নির্বাহী পরিচালক শ্রীমতি চন্দ্রিকা ব্যানার্জী, অন্যান্য মহিলা সংস্থার পরিচালক তহমিনা পারভীন, গণমৈত্রী’র মেহেদী হাসান, সিডো’র প্রধান নির্বাহী শ্যামল বিশ্বাস, সুশীলনের প্রজেক্ট কো অর্ডিনেটর মনির হোসেন, জোড়দিয়া সততা সংঘের নির্বাহী পরিচালক শেখ হেদায়াতুল ইসলাম, প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর।

জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্DSC01168দ জেলা প্রশাসক নাজমুল আহসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি গত ৩০ নভেম্বর ২০১৪ থেকে পরবর্তী ৯০ দিনের জন্য জেলা যুবলীগের আব্দুল মান্নানকে আহবায়ক ও মোঃ জহিরুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজমুল আহসানকে ফুলেল শুভেচ্ছা জানান  আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মীর মহিতুল আলম, মনোয়ার হোসেন অনু, জিয়াউর বীন যাদু, মিজানুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।

সাতক্ষীরায় মাল্টিস্টেকহোল্ডারদের সাথে দূর্যোগ ঝূকি হ্রাসকরণ পরিকল্পনা সংক্রান্ত কর্মশালা
সাতক্ষীরায় মাল্টিস্টেকহোল্ডারদের সাথে দূর্যোগ ঝূকি হ্রাসকরণ পরিকল্পনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনDSC01171 কক্ষে ডিজএ্যাবল রিহ্যাবিলিটেশন এ্যান্ড রিসার্চ এ্যাসোসিয়েশ (ডিআরআরএ) এর আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। সাইটসেভার্স এর সহযোগীতায় কর্মশালায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার মেয়র আলহাজ্ব এম.এ জলিল, জেলা সমাবসেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহসীন আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারামায়ী মুখার্জী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ জাহিদুর রহমান, ডিআরআরআরের কর্মকর্তা ফিরোজ রহমান, তালা সদর প্যানেল চেয়ারম্যান সৈয়দ খাইরুল ইসলাম মিন্টু , বুড়িগোয়ালীনী ইউনিয়ন সচিব কার্তিক চন্দ্র, আশাশুনি সদর চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু, সুশীলনের প্রজেক্ট কো অর্ডিনেটর মনির হোসেন, অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রতিবন্ধী মোঃ হাবীব প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রীনা পারভীন।

সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ বর্ষে পদার্পনে সুধী সমাবেশ
সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নৈতিকতা সম্পন্ন যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে ভূমিকা রাখা’র লক্ষ্যে প্রতিষ্ঠিত’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার প্রতিষ্ঠা বার্ষিকী’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোঃ আলাউদ্দীন ফারুকী প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক আবুল কালাম আজাদ, মোঃ চয়ন উদ্দীন আহমেদ, নূর জাহান ম্যাডাম প্রমুখ। সমাবেশে আরো বক্তব্য রাখেন গার্ডিয়ান আব্দুর রহিম, মোঃ ইউছুফ, শিক্ষক কামাল উদ্দীন, সাইফুল ইসলাম, খাদিজা হোসেন, মোস্তাফিজুর রহমান, সোনিয়া ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আবুল কালাম আজাদ।



মন্তব্য চালু নেই