সাতক্ষীরায় ফসলের বীজ দিয়ে একাত্মতার বন্ধন

ফসলের বীজ দিয়ে একাত্মতার বন্ধন গড়লেন সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর-আখড়াখোলা সিআইজি (ফসল) সমবায় সমিতি ও শ্যামনগরের হায়বাতপুর কৃষি নারী সংগঠনের কৃষক-কৃষাণীরা।

সোমবার বিকালে হায়বাতপুর কৃষি নারী সংগঠনের সভানেত্রী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদকপ্রাপ্ত কৃষাণী ফরিদা পারভীন তুজলপুরের কৃষক-কৃষাণীদের হাতে ১১ প্রকার সবজির বীজ তুলে দিয়ে এই একাত্মতার বন্ধন গড়ে তোলেন।

তুজলপুর কৃষক ক্লাব চত্বরে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজিনাস নলেজ (বারসিক) ‘কৃষক-কৃষক বীজবন্ধন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কৃষাণী ফরিদা পারভীন উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রতি বিষমুক্ত সবজি, ফল ও ফসল উৎপাদনের আহবান জানান।

অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের মাঝে বরবটি, কুমড়া, ঢেড়স, পুইশাক, ঝিঙা, লাউ, ধুন্দল, উচ্ছে, সিম,

তুজলপুর-আখড়াখোলা সিআইজি (ফসল) সমবায় সমিতির সভাপতি ইয়ারব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম, জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গোলাম রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই