সাতক্ষীরায় পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস

‘গরিবের মামলার ভার ভহন করে সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে সাতক্ষীরায় পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা পুরাতন কোর্ট ভবন থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। জেলা আইনগত সহায়তা প্রাদান কমিটি,সাতক্ষীরার আয়োজনে জেলা ও দায়রা জজ মোঃ ওবায়দুস সোবহান এর সভাপতিত্বে এ র‌্যালীতে অংশ গ্রহণ করেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলমসহ জেলা লিগ্যাল এইড কমিটি, লিগ্যাল এইড অফিস, আদালতের বিচারক, অধস্তন কর্মচারী, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, আইনজীবী, প্যানেল আইনজীবীসহ বিভিন্ন এনজিও সংগঠন। র‌্যালী শেষে সকাল ১০টায় জেলা জজ আদালতের ১ নং এজলাসে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বিকেল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই