সাতক্ষীরায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী করলেন স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ যেভাবে প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে যাচ্ছে তাতে ২০২১ সালের মধ্যে এদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাবে বিশ্বেরবুকে।

ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য,শিক্ষা,সমাজসেবাসহ অনেক সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দেয়া সম্ভব হচ্ছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিন দিন ব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় এ মেলা উদ্বোধন করা হয়। আগামী ২৬ জানুয়ারী বিকালে মেলা শেষ হবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা সরকারি বলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর,স্বস্থ্য বিভাগের খুলনার উপ-পরিচালক ডা: আব্দুল হাই,সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: কাজী হাবিবুর রহমান প্রমুখ। ডিজিটাল মেলায় জেলার সরকারি ও বে-সরকারি ৩৪ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।



মন্তব্য চালু নেই