সাতক্ষীরায় তিনদিন ব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সাতক্ষীরায় তিনদিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এম মুনসুর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, মুক্তিযুদ্ধ ভিত্তিক সম সাময়িক কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সাংস্কৃতিকর্মী ও শিক্ষক নাসরিন খান লিপি, সরকারি মহিলা কলেজের প্রভাষক অলিউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, কষ্ঠশিল্পী মঞ্জুরুল হক, আবু আফ্ফান রোজবাবু, সাংস্কৃতিকর্মী পল্টু বাশার, কাজী মাসুদুর রহমান, মাসিক সাহিত্যপাতার সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক সম সাময়িক কমিটির আহবায়ক শেখ নিজাম উদ্দীন।

আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব ডা আবুল কালাম বাবলা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন, ‘শিক্ষা মানুষকে ন¤্র,ভদ্র,বিনয়ী ও দেশপ্রেমিক হওয়ার অনুপ্রেরণা যোগায়। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই আমাদের প্রত্যেকেরই উচিৎ শিক্ষিত জাতী গঠন করা। তিনি গরীব ও মেধাবি ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগীতার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া নারী শিক্ষায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।’ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী সভায় পরিচালনা পরিষদের সদস্য ব্যাংকর আব্দুর রহিম, আব্দুল মাতিন, আব্দুল মতিন, শহিদুল ইসলাম, মাওলানা ওজিহুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা সাখাওয়াতউল্লাহ। পরে অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণীতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান কারীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই