সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ‘বাংলাদেশ যেভাবে প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে যাচ্ছে তাতে ২০২১ সালের মধ্যে এদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাবে বিশ্বেরবুকে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবাসহ অনেক সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দেয়া সম্ভব হচ্ছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।’
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সদর ২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় এ মেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শামসুল আলম প্রমুখ। ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার সরকারি ও বে-সরকারি ২৫ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মন্তব্য চালু নেই