নারীর নেতৃত্ব বিকাশে নেটওয়ার্কিং দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

“অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” প্রকল্প নেতৃত্বের বিকাশ, যোগাযোগ, এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে প্রিপ ট্রাস্ট সাতক্ষীরা’র আয়োজনে ও সুইচ এজেন্সী ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন এর অর্থায়নে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রিপ ট্রাস্ট এর আঞ্চলিক ব্যবস্থাপক শেখ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী কমল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার এস.এম সোহেল পারভেজ, আঞ্চলিক হিসাব রক্ষক গাজী শামীম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউপি সদস্য আঞ্জুমানারা, আলিপুর ইউপি সদস্য রাধা রানী, ধুলিহর ইউপি থেকে ছামুদা বেগম, আকলিমা, মনোয়ারা বেগম, শিবপুর ইউপি সদস্য রিজিয়া, লিমিয়া, নার্গিস, ভোমরা ইউপি আঞ্জুয়ারা, উষা রানী, সম্ভাব্য নারী প্রতিনিধি হালিমা, আছিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ‘ইউপি সদস্যদের নেতৃত্ব বিকাশে প্রিপ ট্রাস্ট’র এ কর্মশালা সামজিক আন্দোলনের মাধ্যমে নারী’র রাজনৈতিক ক্ষমতায়নসহ সকল বিষয়ে সামাজিক সচেতনা বৃদ্ধি করবে। সামাজিক সচেতনতার মাধ্যমে নারীরা তাদের সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করতে ভূমিকা রাখবে। সমাজে নারীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সুনিশ্চিত করতে হবে।’

এসময় নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধিদের সম্বন্বয়ে ২৮ জন নারী প্রতিনিধি দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রিপ ট্রাস্ট সাতক্ষীরা’র আঞ্চলিক হিসাব রক্ষক গাজী শামীম হোসেন।



মন্তব্য চালু নেই