সাতক্ষীরায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে হাওয়ালখালী সরকারি প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পবিত্র আযহা উপলক্ষে অনুষ্ঠিত এ খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আ,লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। ১৬ দলীয় এ হা-ডু-ডু খেলায় কামার বায়সা দল কুশখালী দলকে পরাজিত করেন। বিজয়ীদল পুরস্কার পান একটি গরু ও রানাস আপ দল পান একটি ছাগল এবং তৃতীয় পুরস্কার পান পাঁচরখী একটি মোবাইল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন অজিহার রহমান। খেলায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ,লীগের সভাপতি এস,এম শওকাত হোসেন, সদর উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন আ,লীগের সভাপতি এস,এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আজহারুল হক, প্রভাষক অহিদুজ্জামান লাভলু, মির্জানগর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ জালালউদ্দীন, আ,লীগ নেতা মাষ্টার মোস্তফা আবুল বাশার, অহেদ আলী, রিপন, মামুন, এম শফিউর রহমান, মফিজুল ইসলামসহ স্থানীয় সর্বস্তরের উৎসুক জনতা।



মন্তব্য চালু নেই