এসএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখার দাবিতে

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

এসএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখার দাবিতে সাতক্ষীরা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শনিবার সকাল ১০টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল আল মামুন, মিসেস সামিয়া ইসমত আরা, আনিসুর রহমান, আবুল হাসান, আলাউদ্দিনসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অপরদিকে বেলা ১২টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাতক্ষীরা- খুলনা মহাসড়কের উপর মানববন্ধন পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০১৫সালের এসএসসি পরীক্ষার্থী প্রতিক মূখার্জী, কাজী হুমাউন আহমেদ এবং সাফিন আরমান খান।

সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতী এবং দীবা শাখার ২৩১জন এসএসসি পরীক্ষার্থী এতে অংশ গ্রহণ করে।



মন্তব্য চালু নেই