সাতক্ষীরায় এক গৃহবধূ উধাও, থানায় জিডি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে এক গৃহবধূ অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর পর থানায় জিডি করা হয়েছে। থানায় দায়েরকৃত অভিযোগে প্রকাশ, বেউলা গ্রামের আরশাদ আলি সানার পুত্র আঃ সামাদের স্ত্রী নাছরিন বেগমকে (২৮) সাথে একই গ্রামের নারী পাচারকারী দলের সদস্য মৃতঃ সুলতান সরদারের পুত্র রবিউল ও রেজাউল বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিপথগামী করার চেষ্টা করে আসছিল। এনিয়ে একাধিকবার সালিশ মিমাংসা হয়েছে। গত ২০ জুন সামাদ বাড়িতে না থাকার সুযোগে রাত্র ৯ টার দিকে নাছরিনকে ফুসলিয়ে নিয়ে যায়। এসময় বাড়িতে থাকা ৪০ হাজার টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় এবং পুত্র সন্তান সাহেদকে (৮) সাথে নিয়ে যায়। অনেক খোজাখুজির পরও তাদের কোন হদিস পায়নি। গত ২৮ জুন নাছরিন তার ০১৭৭১৪৫০২৬৭ ও ০১৭৯৫১৫৭২৮২ নং মোবাইল থেকে সামাদের ০১৭৩৩০০১৯৭১ নম্বরে ফোন করে পুত্র সাহেদকে কথা বলার সুযোগ করে দেয়। তখন সামাদ তার স্ত্রীকে ফুসলিয়ে নেয়ার ঘটনা জানতে পারে। এব্যাপারে থানায় সামাদ বাদী হয়ে জিডি করেছেন।



মন্তব্য চালু নেই