সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা প্রদান

সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র আয়োজনে সমিতির সভাপতি চিত্ররঞ্জন ঘোষ এর সভাপতিত্বে ২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে ভাতা’র চেক তুলে দেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এসময় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘শিক্ষকরাই দেশ গড়ার কারিগর। ছেলে মেয়েরা পিতা-মাতা’র চেয়ে শিক্ষকদের বেশি ভয় পায়। আমার বাচ্চারা যখন কোন শব্দ ভুল পড়ে, তখন আমি তাদেরকে ভুল ধরিয়ে দিলে তারা বলেন এটা আমার স্যার বলেছে। সুতরাং শিক্ষকরাই দেশের নাগরিক গড়ায় অবদান রাখে। তাদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়। বেসরকারি শিক্ষকদের ব্যাপারে সরকার ইতিমধ্যে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। আপনারা যাঁরা অবসরে গেছেন আপনাদেও যে কোন সমস্যায় সরাসরি আমাকে অবহিত করবেন আমার সমর্থ অনুযায়ি বৈধভাবে যা কিছু করার আমি করবো। আমি এখানে এসেছি এ জেলার উন্নয়নে কাজ করার জন্য। সুতরাং আমার দরজা শিক্ষকদের জন্য সব সময় খোলা থাকবে। এসময় তিনি তার পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা’র আশ্বাস প্রদান করেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম টুকু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন। ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র সচিব মোঃ ইউনুছ আলী। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র কর্মকর্তা সুভাষ চৌধুরী, এনামুল হক, সুকেন্দ্র কুমার সাহা, সুপ্রীতি কুমার রায়, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র সহকারী সচিব অরুপ কুমার সাহা।



মন্তব্য চালু নেই