সাতক্ষীরার মির্জানগর হাইস্কুলের নতুন ভবন উদ্বোধন

উন্নয়নের ধারা অব্যহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।সাতক্ষীরা বাঁশদহের মির্জানগর হাইস্কুলের নতুন ভবন উদ্বোধন কালে মীর মোস্তাক রবি এ অঙ্গিকার ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের মঙ্গল হয় এমন কাজ করার আহবান জানান তিনি। তিনি বলেন “আচরণের অস্বাভাবিক পরিবর্তন হলো শিক্ষা”। শিক্ষার কথা উলে¬্যখ করে বলেন, শিক্ষা মানে আচরনিক পরিবর্তন, যে আচরণ ও আদর্শ সকলের কাছে গ্রহনযোগ্য হয়। আলোচনা সভায় তিনি বলেন একটি জাতীকে তার সুনিদিষ্ট লক্ষ্যে পোঁছাতে হলে সু-শিক্ষাই শিক্ষিত হতে হবে। জাতীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে শিক্ষকদের ভূমিকা অন্বীকার্য। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। প্রধান অতিথীর বক্তব্যে মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন শিক্ষকরা সমাজ তথা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। কারণ এ মানুষ গড়ার কারিগরা পারেন জাতীকে আধুনিক শিক্ষাই শিক্ষিত করে রাষ্ট্রকে নির্দিষ্ঠ লক্ষ্যে পোঁছে দিত। মীর রবি- ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন ভালভাবে লেখা পড়ার পাশাপাশি ভাল আচরণ, নীতি নৈতিকতা , আদর্শ এবং সর্বপরি সৎ আদর্শে বলিয়ান হয়ে দেশ সেবাই আতœনিয়োগ করবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর থানা যবুলীগের সভাপতি শেখ শফিউদ্দীন শফি। শনিবার সকাল ১০ টায় মির্জানগর স্কুলের হলে রুমে অনুষ্ঠিত সভায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আ,লীগ নেতা মফজুলার রহমান খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন আ,লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আজহারুল হক, মির্জানগর স্কুলের প্রধান শিক্ষক এজাজুউদ্দীন, মির্জানগর মাদ্রাসার সুপার জালালউদ্দীন, প্রভাষক অহিদুজ্জামান লাভলু, এম মশিউর রহমান, খোরশেদ আলম রিপন, রেজাউল করিম খোকন, উপাধাক্ষ্য শাহাজাহান সিরাজ,মাহাববুর রহমান, ইউপি সদস্য আনারুল ইসলাম, অহেদ আলী, স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দসহ স্থানীয় সাধারণ মানুষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাষ্টার মফিজুর রহমান।



মন্তব্য চালু নেই