সাতক্ষীরার ভোমরা বন্দরে রূপাসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় রূপাসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। জানা গেছে, বুধবার সকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করে পাসপোর্ট যাত্রী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মৃত কালিপদ কর্মকারের পুত্র তপন কর্মকার (৩৭)। এসময় ভোমরা বিওপির বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে ১কেজি রূপা, ১টি ডাইস সেট ও হিট ক্যাপ কাতানিসহ তাকে আটক করে। যেগুলো অবৈধভাবে তিনি বাংলাদেশে আনছিলেন। গত ২৪জুলাই তিনি ভারতে যান।
মন্তব্য চালু নেই