সাতক্ষীরার দেবহাটায় নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যানের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন

হারুন-অর রশিদ দেবহাটা (সাতক্ষীরা) : সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেছেন, যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতারী করানো হয় মহান আল্লাহ তায়ালা তাকে অনেক ফজিলত দান করেন। আর সেই লক্ষ্যে গরীব ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করাও একটি অতিব পূন্যের কাজ। যেটি প্রফেসর ড. আবু ইফসুফ মোঃ আব্দুল্লাহ করছেন। তিনি রোজার অশেষ ফজিলতের কথা উল্লেখ করে বলেন, রোজা থাকা এশটি ফরজ এবাদত। আর এই এবাদতটি আল্লাহর নামে সকল তরিকা মেনে পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কাজ। তিনি মহান আল্লাহর এই ফরজ এবাদতটি সকলকে পালসের জন্য আহবান জানান। শুক্রবার সকাল ৯ টায় উপজেলার কুলিয়া মাদ্রাসা চত্বরে নর্দান ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইফসুফ মোঃ আব্দুল্লাহ’র উদ্যোগে এতিমখানা ও দরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আবু ইফসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নর্দান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসের ডেপুটি রেজিষ্টার প্রফেসর এমদাদুল হক, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা। সভাপতির বক্তব্যে ইফসুফ আব্দুল্লাহ দরিদ্র অসহায়দদের কল্যানার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা। এসময় নর্দান ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে সাড়ে ৬ হাজার দরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই