সাতক্ষীরার দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন

সাতক্ষীরার দেবহাটায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২রা জুলাই থেকে ৮ই জুলাই অত্যন্ত সাড়াম্বরের সাথে মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তরের সাথে সহযোগী অনেক সরকারী বেসরকারী সংস্থা সপ্তাহটি বিশেষ গুরুত্বের সাথে পালন করছে। বিশ্বের একমাত্র মাছ সম্পর্কিত বেসরকারী গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ফিসও এ আনন্দের বাহিরে নয়। সংস্থাটির ৬টি প্রকল্প বর্তমানে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাসহ বিভিন্ন উপজেলাতে চলমান রয়েছে। তন্মদ্ধে সিসা, এ.আই.এন, জি-২, জি-৫, এস.টি.ডি.এফ ইত্যাদি উল্লেখযোগ্য। গত ২রা জুলাই সকাল ১০ টায় মৎস্য সপ্তাহের উদ্ধোধনী র‌্যলীতে এ সমস্ত প্রকল্পের শতাধিক সুফলভোগী মৎস্য সপ্তাহের শ্লোগান সমন্বিত টিশার্ট, বিভিন্ন ফেস্টুন, বেলুন ও ক্যাপ মাথায় দিয়ে রাজ্জাক পার্কের দীঘিতে পোনা অবমুক্তকরনে ও র‌্যালী শেষে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করে। সংস্থার এ.আই.এন প্রকল্পের কারিগরী বিশেষজ্ঞ আজহারুল হক এসময় তার সংক্ষিপ্ত বক্তব্যে পি.সি.আর পরীক্ষিত বাগদা পোনার সহজ প্রাপ্তি ও এস.পি.এফ বাগদা পোনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।



মন্তব্য চালু নেই