সাতক্ষীরার কামার বায়সায় ঘৌড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

সাতক্ষীরার কামারবায়সায় ঘৌড় দৌড়ে বিজয়ী রাজা, রানী, বাদশা ও বুলেট। রোববার সদর উপজেলা বাঁশদহা ইউনিয়নের কামারবায়সা তালশারী মাঠে বেলা ৩টার সময় কামার বায়সা যুব সংঘের আয়োজনে এক ঘৌড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক ওয়াজেদ আলী সরদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ অতিরিক্ত পি পি সাতক্ষীরা জর্জ কোর্ট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক মফিজুল ইসলাম, সমাজ সেবক আব্দুল গনি, মাওঃ ইব্রাহীম, আলহাজ্ব সিদ্দিকুর রহমান (সিদ্দিক), আলহাজ্ব শহিদুল ইসলাম, জিয়াদ আলী, রিপন হোসেন রাসেল প্রমুখ।

প্রায় বিশ হাজার লোকের সমগমে ঘৌড় দৌড় প্রতিযোগীতায় কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের ইব্রাহীম শিকারীর রাজা (ঘোড়া) ২১ পয়েন্ট পেয়ে ১ম স্থান অধিকার করেন। জিতে নেন একটি আকর্ষনীয় গরু। সদর উপজেলার বৈকারীর কালু মিয়ার রানী  (ঘোড়া) ১৩ পয়েন্ট পেয়ে ২য় স্থান অধিকার করেন। জিতে নেন একটি ১৪ ইঞ্চি একটি কালার টেলিভিশন। যৌথভাবে ৩য় পুরস্কার জিতে নেন কলারোয়া উপজেলার রাজপুরের বাদশা (ঘোড়া)ও কালিগঞ্জের আলতাফ হোসেনের বুলেট (ঘোড়া)।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক ডাঃ সোহাগ হোসেন।



মন্তব্য চালু নেই