সেকায়েপ প্রকল্পভুক্ত
সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি বিতরণ
সাতক্ষীরার কলারোয়ায় সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরের জানুয়ারী থেকে জুন প্রান্তিকের উপবৃত্তির টাকা বিতরণ সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকায়েপ প্রকল্পের আওতায় উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে (৪৮টি বিদ্যালয় ও ৩০টি মাদ্রাসা) অধ্যয়নরত ৯১৮৯ জন পিএমটিভুক্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে চলতি বছরের প্রথম কিস্তির এ উপবৃত্তির টাকা সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ জানান, উপবৃত্তির অর্থ বাবদ প্রকল্পের প্রধান কার্যালয় থেকে ৯৫৭৪ জন শিক্ষার্থীর বিপরীতে ৮২লাখ ৯১হাজার ২২০ টাকা বরাদ্দ হয়। এরমধ্যে ৯হাজার ১’শ৮৯ জন শিক্ষার্থীকে (ক্যাটাগরি-১) ৭৯লাখ ৩৩হাজার ৮২০টাকা উপবৃত্তির বিতরণ করা হয়েছে। টিউশন ফিস বাবদ বরাদ্দ ছিল ১৬লাখ ৫৯হাজার ২৭০টাকা (ক্যাটাগরি-১ ও ২)। এরমধ্যে বিতরন করা হয়েছে ১৫লাখ ৮২হাজার ৮০০ টাকা। অনিয়মিত, বিবাহিত, ট্রান্সফারড, ঝরে পড়া ও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে ৩৮৫ জন শিক্ষার্থীর বিপরীতে উপবৃত্তি বাবদ ৩লাখ ৫৭হাজার ৪০০ টাকা এবং ক্যাটারগরি-১ ও ক্যাটাররি-২ এর ৪৭৬ জন শিক্ষার্থীর বিপরীতে টিউশন ফিস বাবদ ৪লাখ ৩৩হাজার ৮৭০ টাকা প্রকল্পের প্রধান কার্যালয়ে ফেরৎ পাঠানো হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়।
মন্তব্য চালু নেই