সাতক্ষীরার কলারোয়ায় উচ্চ ফলনশীল বোরো ধান উৎপাদনে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

কলারোয়ায় উচ্চ ফলনশীল বোরো ধান উৎপাদনে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার তুলশিডাঙ্গা গ্রামে কৃষক অংশিদারিত্বে উন্নত প্রযুক্তিতে বোরো মৌসুমে ব্রি ধান ৫৫ এর উপর কৃষক মাঠ দিবস ও অভিঙ্গতা বিনিময় সফর অনুষ্টিত হয়। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি) এর ইউএসএআইডি অর্থায়নে সিসা- ইরি প্রকল্পের মাধ্যমে টিএমএসএস এর বাস্তবায়নে এ মাঠ দিবস আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিণ কর্মকর্তা ড. আজাহার আলী। এসময় সিসা-ইরি প্রকল্পের জেলা এগ্রিকালসার রিসার্স ডেভেলোপমেন্ট কর্মকর্তা পলাশ চন্দ্র গোস্বামী, টিএমএসএস সমন্বয়কারী আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন গ্রামের ২শ’৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। চাষীরা জানায়, তাদের জমিতে ব্রি ধান ৫৫ বিঘা প্রতি (৩৩ শতাংশে) ২৫ থেকে ২৮ মণ বোরো ধান উৎপাদন হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসা-ইরি প্রকল্পের টিএমএসএস’র কৃষি উন্নয়ন কর্মকর্তা মাকসুদুর রহমান।



মন্তব্য চালু নেই