উপজেলার বৃহৎ জামাত গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাঁহে

সাতক্ষীরার কলারোয়ায় ঈদের জামাত কোথায় কখন

রাত পেরুলেই পবিত্র ঈদুল ফিতর। সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈদের জামাত’র প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়া খ্যাত কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাহে বরাবরের মতো এবারো উপজেলার সবচেয়ে বড় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কলারোয়া পৌর শহরের ঈদের জামাতের মধ্যে কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে সকাল ৯টায়, উপজেলা পরিষদ সংলগ্ন পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ও থানা মসজিদ চত্বরে সকাল ৮টায়, মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, গোপিনাথপুর মাঝের পাড়া ও গোপিনাথপুর উত্তরপাড়ায় সকাল সাড়ে ৮টায়, গোপিনাথপুর-ওয়ারিয়ায় সকাল ৯টায়, মুরারীকাটি মাদ্রাসা ময়দান, মুরারীকাটি দক্ষিণ পাড়া ও ঝিকরা দক্ষিণ পাড়ায় সকাল সাড়ে ৮টায়, উপজেলার অন্যতম বৃহৎ ঈদের জামায়াত চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, চন্দনপুর মাদরাসা প্রাঙ্গনে সকাল ৯টায়, বয়ারডাঙ্গা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, চান্দুড়িয়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ ঈদগাহ ময়দানে ও রায়টা আমিনিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, দেয়াড়া ইউনিয়নের খোরদো হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, দেয়াড়া সানাপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, সোনাবাড়িয়া ঈদগাহ ও বড়ালি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, লাঙ্গলঝাড়া ইউনিয়নের লাঙ্গলঝাড়া মাদ্রাসা ময়দান ও তৈলকূপি ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, জয়নগর ইউনিয়নের সরসকাটি মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, কয়লা ইউনিয়নের কয়লা ঈদগাহ ময়দান ও আলাইপুর ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, জালালাবাদ মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, যুগিখালি ইউনিয়নের ওফাপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, কামারালি ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, হেলাতলা ইউনিয়নের ইসলামপুর মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, কেরালকাতা ইউনিয়নের নাকিলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর ও কাকডাঙ্গা দক্ষিণ পাড়ায় সকাল ৯টায়, কাজীরহাট (রঘুনাথপুর) বাজার সকাল ৯টায়, ধানঘোরা ঈদগাহ ময়দান ও পাটুলি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিরূপ আবহাওয়া ও অবিরাম বৃষ্টি হলে স্ব-স্ব মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট জানান।



মন্তব্য চালু নেই